২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি:
অনুমোদিত ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তিচ্ছু দেশী শিক্ষার্থীদের টেলিটকের এর মাধ্যমে অনলাইনে (http://dgme.teletalk.com.bd/) আবেদন করতে হবে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরিক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহন করতে পারবেন। আবেদন ফি: ১০০০ (এক হাজার টাকা) প্রিপেইড টেলিটকের মাধ্যমে প্রদেয়। বিবরন তারিখ অনলাইন আবেদন শুরুর তারিখ - ২৬ জুলাই , ২০২৩ ( দুপুর ১২.০০টা) অনলাইন আবেদন এর শেষ তারিখ - ০৫ আগস্ট , ২০২৩ ( রাত ১২.০০টা) আবেদন ফি জমাদানের শেষ তারিখ - ০৬ আগস্ট , ২০২৩ ( রাত ১২.০০টা) প্রাথমিক নির্বাচনের এস এমএস প্রদানের তারিখ -০৯ আগস্ট ২০২৩ প্রাথমিক নিশ্চায়নের শেষ তারিখ - ১৪ আগস্ট , ২০২৩ দ্বিতীয় নির্বাচনের এস এমএস প্রদানের তারিখ - ১৭ আগস্ট, ২০২৩ দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ - ২২ আগস্ট , ২০২৩ ওয়েব সাইটে তালিকা প্রকাশ ২৪ - আগস্ট , ২০২৩ ভর্তি শুরুর তারিখ - ২৬ আগস্ট , ২০২৩ ভর্তির শেষ তারিখ - ৩১ আগস্ট , ২০২৩ অনলাইন ফরম পূরনের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট http://www.mefwd.gov.bd/ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট https://dgme.portal.gov.bd/ স্বাস্থ্য অধিদপ্তর : https://dghs.gov.bd/ টেলিটকের এর ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd/ হতে জানা যাবে। তথ্যসুত্রঃ https://dgme.portal.gov.bd/